মালিবাগ কাঁচাবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মালিবাগ কাঁচাবাজারে  আগুন / ছবি: বার্তা২৪

মালিবাগ কাঁচাবাজারে আগুন / ছবি: বার্তা২৪

রাজধানীর মালিবাগের কাঁচাবাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। তবে প্রতিটি ঘটনার মতো এ অগ্নিকাণ্ডেও উৎসুক জনতার ভিড়ে ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে বলেও জানা গেছে।

বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল ) ভোর সাড়ে ৫টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

বার্ত২৪.কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. এরশাদ। তিনি বলেন, ‘মালিবাগের কাঁচাবাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। সেখানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটি কাজ করছে। এ মুহূর্তে এর বেশি বিস্তারিত বলা যাচ্ছে না।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/18/1555545500348.jpg

বিজ্ঞাপন

ঘটনাস্থল থেকে বার্তা২৪.কমের প্রতিবেদক জানান, মালিবাগের কাঁচাবাজারে এখনো আগুন রয়েছে। প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে আসে। পরে আগুনের তীব্রতা থাকায় আরও ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। কাঁচাবাজারে প্রায় ২০০টি দোকান রয়েছে। ফলমূল থেকে শুরু করে মাছ-মাংস, শাকসবজির দোকান রয়েছে। ইতোমধ্যে অনেকগুলো দোকান পুড়ে গেছে। 

এদিকে প্রতিটি ঘটনার মতো এ অগ্নিকাণ্ডেও উৎসুক জনতার ভিড়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হচ্ছে। আর দোকানীরা দোকান থেকে মালামাল বের করতে পারে কিনা সেই চেষ্টা করছেন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/18/1555546852079.jpg

এর আগে বুধবার (১৭ এপ্রিল) রাত ১২টা ৫ মিনিটে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার এলাকায় একটি আবাসিক ভবনের নিচ তলায় আগুনের ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।