এইচএসসিতে পাসের হার ৭৩.৯৩%

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

পুরনো ছবি

পুরনো ছবি

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার  ৭৩ দশমিক ৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪৭ হাজার ২৮৬ জন।  গত বছর পাসের হার ছিলে ৬৬ দশমিক ৬৪ শতাংশ। গতবারের চেয়ে এবার পাসের হার বেড়েছে ৭ দশমিক ২৯  শতাংশ।

এর মধ্যে ৮ টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার হার ৭১ দশমিক ৮৫ শতাংশ। আর ৮ টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪১ হাজার ৮০৭ জন। অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৫৬ শতাংশ, মাদরাসা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২৪৩ জন, আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৬২ শতাংশ। কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৮২ দশমিক ৬২, এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৩৬ জন। ১০ বোর্ড মিলিয়ে উত্তীর্ণ হয়েছেন ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন শিক্ষার্থী।

বিজ্ঞাপন

বুধবার (১৭ জুলাই) সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ সংশ্লিষ্ট বোর্ড প্রধানরা।

আরও পড়ুন: এইচএসসিতে বেড়েছে পাসের হার, জিপিএ-৫

বিজ্ঞাপন

পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী। মন্ত্রীর সংবাদ সম্মেলনের পর থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা  ১৩ লাখ ৫৫ হাজার ২২ জন। 

এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের ১১ লাখ ৩৮ হাজার ৫৫০ জন, মাদরাসা শিক্ষা বোর্ডে ৭৮ হাজার ৪৫১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে এক লাখ ২৪ হাজার ২৬৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে রেজাল্ট শিট ডাউনলোডের প্রক্রিয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জানিয়েছে ঢাকা বোর্ড।

বোর্ডের ওয়েবসাইটে (http://www.educationboardresults.gov.bd/) ‘রেজাল্ট’ কর্নারে ক্লিক করে ইআইআইএন নম্বর এন্ট্রি করে প্রতিষ্ঠনভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এছাড়া জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমেইলে কেন্দ্র ও প্রতিষ্ঠানভিত্তিক ফল পাঠানো হবে। ডিসি অফিস ও ইউএনও কার্যালয় থেকে ফলের হার্ড কপি সংগ্রহ করা যাবে।

এছাড়া দুপুর ১টায় মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.bmeb.gov.bd) প্রবেশ করে আলিম পরীক্ষার জেলা ও প্রতিষ্ঠানভিত্তিক ফল পাওয়া যাবে।

আরও পড়ুন: 

শিক্ষিত জাতিই পারবে উন্নত সমৃদ্ধ দেশ গড়তে: প্রধানমন্ত্রী

 ৪১ কলেজে পাসের হার শূন্য

এবার জিপিএ-৫ পেয়েছেন ৪৭ হাজার ২৮৬ জন