১৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-৩

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

চট্টগ্রাম: নগর গোয়েন্দা পুলিশের অভিযানে ১৮ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২৮ আগস্ট) রাতে বন্দরনগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গীবাজার ব্রীজঘাটস্থ মহানগর গোয়েন্দা পুলিশের এ অভিযান চলে।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামিরা হলেন, মোঃ আব্দুর রশিদ (৩৪), আব্দুল মান্নান (৩২), বাবুল উদ্দিন (১৮)।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/29/1535554492007.jpg
জব্দ হওয়া নোহা গাড়ি। 

মহানগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) এ এম হুমায়ুন কবির বলেন, গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। সেই সঙ্গে তাদের থেকে রেজিঃ নং-চট্টমেট্রো-চ ১১-২৩৮০ নোহা গাড়িও জব্দ করা হয়েছে।

তিনি জানান, সু-কৌশলে অভিনব কায়দায় ইয়াবা পাচারের উদ্দেশ্যে গাড়ীর ডানদিকের দরজার ভিতরে বিশেষভাবে চেম্বার তৈরির মাধ্যমে গোপনীয় স্থান তৈরি করেছে তারা। কক্সবাজার হতে ইয়াবাগুলো চট্টগ্রাম শহরে নিয়ে আসছিল এবং গ্রেফতারকৃত ও পলাতক আসামীগণ পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কক্সবাজার হতে নোহা গাড়িতে করে সু-কৌশলে ইয়াবা পাচার করছিল।