রাজধানীর পথে পথে মৃত্যুফাঁদ!

  • ফটো ও স্টোরি: সুমন শেখ, স্টাফ ফটো করেসপন্ডেন্ট , বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাজধানীর পথে পথে মৃত্যুফাঁদ! ছবি: সুমন শেখ

রাজধানীর পথে পথে মৃত্যুফাঁদ! ছবি: সুমন শেখ

রাজধানীর অতীশ দীপঙ্কর সড়কে ইন্ডিকেটর লাইট আর হেড লাইট ছাড়া লেগুনা গাড়ি। অবাক বিষয়, লেগুনাটির ডানে বামে কোন লুকিং গ্লাস নেই।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/31/1535706764368.jpg

বিজ্ঞাপন

কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গায় ইউটার্ন বা ডানে মোড় নেওয়া নিষেধ লেখা থাকলেও আইন উপেক্ষা করে দিব্বি ইউটার্ন নিচ্ছে। এ দৃশ্য অহরহ বাংলামোটর মোড়ে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/31/1535706792937.jpg
বাংলামটর

হাতিরঝিলে ইন্ডিকেটর ছাড়াই চলাচল করছে প্রাইভেটকার ও সিএনজি। শুধু হাতিঝিল নয়, মগবাজারও ইন্ডিকেটর লাইট জ্বলা ছাড়াই গাড়ি চলতে দেখা যায়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/31/1535708646388.jpg

রাস্তা একটু ফাঁকা পেলেই কে কার আগে যাবে, যাত্রী তুলবে এ অসুস্থ প্রতিযোগিতায় নেমে পড়ে। এর ফলে প্রায়শই দুর্ঘটনার ঝুঁকি থাকে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/31/1535708609371.jpg 

নেই ফিটনেস তার ওপর সেই মাত্রাতিরিক্ত কালো ধোঁয়া, দূষিত হচ্ছে পরিবেশ আর ঝুঁকিতে পরছে জনস্বাস্থ্য।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/31/1535708693947.jpg

রাস্তার মাঝখানেই যাত্রী উঠাতে ব্যস্ত শিকড় পরিবহন। এর পলে শাহবাগ মোড়ে সৃষ্টি হলো জ্যামের।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/31/1535708719304.jpg

শুধু পরিবহন না, জীবনের ঝুঁকি নিতে পিছপা হচ্ছে না এই মোটরসাইকেল আরোহীরাও।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/31/1535721768697.jpg

চালকদের ব্যস্ততা ও ওভার টেকিং-এর কারণে রাজধানীর পথ যেনো মৃত্যুফাঁদ। হাত উঁচিয়ে ট্রাফিক সিগনাল উপেক্ষা করে পথচারি পারাপার নিত্যদিনের চিত্র। পথচারিদের জীবন সম্পর্কেই এমন উদাসীনতা-চরম অসচেতনতার প্রমাণ।