চৌমুহনীতে অগ্নিকাণ্ডে অর্ধশত দোকান ছাই

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছেন স্থানীয়রাসহ ফায়ার সার্ভিসের সদস্যরা / ছবি: বার্তা২৪

আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছেন স্থানীয়রাসহ ফায়ার সার্ভিসের সদস্যরা / ছবি: বার্তা২৪

নোয়াখালীর বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল ও নগদ অর্থ পুড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

শুক্রবার (৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে রেল স্টেশন এলাকায় এ অগ্নিকেণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্টেশন এলাকার একটি কোকারিজ দোকান থেকে প্রথমে একটু ধোয়া বের হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই দোকানে আগুন জ্বলতে শুরু করে। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন আগুনের লেলিহান দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে চৌমুহনী, মাঈজদী, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ ও ফেনী ফায়ার স্টেশনের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু এরআগে অর্ধশতাধিকের বেশি দোকান পুড়ে যায়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/07/1559883313323.JPG

বিজ্ঞাপন

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ন কবির বার্তা২৪.কমকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পরিমাপ করা সম্ভব হয়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি।