বঙ্গোপসাগরে ট্রলারডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৭

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ৬ জনের লাশ উদ্ধারের পর মহেশখালী উপকূল থেকে আরও একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি ট্রলারডুবিতে নিখোঁজ কোনো জেলের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (১০ জুলাই) বিকেল ৩টার দিকে মহেশখালী উপজেলার ধলঘাটা এলাকা থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়। ট্রলারডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭ এ দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

ধলঘাটা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদীন লাশ উদ্ধারের বিষয়টি বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেছেন।

এর আগে, কক্সবাজার সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টে ভেসে আসা একটি ট্রলার থেকে ৬ জনের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় জুয়েল ও মনির আহমদ নামে দুইজনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের সবার বাড়ি ভোলা জেলার চরফ্যাশনে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন:বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিহত সবাই চরফ্যাশনের