খোঁজ মেলেনি ধলেশ্বরীতে নিখোঁজ ৩ শিক্ষার্থীর
নিখোঁজের আট ঘণ্টা পরও সন্ধান মেলেনি ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীর। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন।
শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সাভারের ব্যাংকটাউন এলাকায় নদীতে গোসল করতে গিয়ে তারা নিখোঁজ হন।
নিখোঁজরা হলেন- ঢাকার আগারগাঁওয়ের ষাট ফুট এলাকার মেহেদী (১৭), সাভারের পশ্চিম ব্যাংক কলোনি এলাকার আকাশ (১৮) ও তালতলা এলাকার রাজন (১৭)। তারা প্রত্যেকেই ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
পুলিশ জানায়, সময়মত কলেজে যেতে না পারায় আকাশ ও তার ১২ সহপাঠীকে কলেজের মূল ফটক দিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে তারা কলেজ সময় অতিবাহিত করার জন্য আকাশের বাড়িতে বেড়াতে আসে। সহপাঠীদের সম্মতিতে ধলেশ্বরী নদীতে বেলা সাড়ে ১১টার দিকে গোসল করতে নামে তারা। এসময় চারজন নদীর স্রোতে ভেসে গেলে একজন নদীর কিনারে উঠতে সক্ষম হয়। বাকি তিনজন নিখোঁজ হয়। পরে সাভার ফায়ার সার্ভিসের ১০ সদস্য ও দুইজন ডুবুরি উদ্ধার কাজ শুরু করে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ বলেন, নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ বিঘ্নিত হচ্ছে। আমরা যথাসম্ভব উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।