কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

বাসের সাথে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়/ ছবি: সংগৃহীত

বাসের সাথে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়/ ছবি: সংগৃহীত

কুমিল্লায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন।

রোববার (১৮ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে কুমিল্লার লালমাই উপজেলার জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

লালমাই পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মোস্তফা বার্তাটোয়েন্টিফোর.কম-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/18/1566118925835.gif

বিজ্ঞাপন

নিহতদের মধ্যে তিনজন পুরুষ, দুইজন নারী ও দুই জন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদেন নাম পরিচয় পাওয়া যায়নি।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানান, ঢাকা থেকে লাকসামগামী তিশা পরিবহনের একটি বাস উপজেলার জামতলি এলাকায় পৌঁছালে কুমিল্লাগামী সিএনজিচালিত একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৫ জন এবং হাসপাতালে নেয়ার পথে আরও ২ জন মারা যান।  খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে  এবং আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়।