গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখা যাবে শাকিব-জয়া-শুভকে
ভারতের শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯। আগামী ২১ আগস্ট থেকে শুরু হওয়া এই ফিল্ম ফেস্টিভ্যালে দেখা যাবে বাংলাদেশের ৩ তারকা শাকিব খান, জয়া আহসান ও আরিফিন শুভকে।
উৎসবে বিভিন্ন দেশের মোট ৩৬টি পূর্ণদৈর্ঘ্য এবং ২৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে। বাংলাদেশ থেকে তিনটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।
গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবে দেখানো হবে শাকিব খান ও পাওলি দাম অভিনীত ‘সত্তা’, ইমপ্রেস টেলিফিল্মের ‘ইতি, তোমারই ঢাকা’, পিপলু খানের ‘হাসিনা: অ্যা ডটারস টেল’। এর বাইরে থাকছে আরিফিন শুভ অভিনীত ভারতীয় সিনেমা ‘আহা রে’ এবং জয়া আহসান অভিনীত ভারতীয় সিনেমা ‘কণ্ঠ’।
‘সত্তা’ দেখানো হবে উৎসবের ২য় দিন সন্ধ্যা ৬টায়, জয়ার ‘কণ্ঠ’ দেখানো হবে উৎসবের শেষ দিন বিকেল ৪টায় এবং শুভর ‘আহা রে’ দেখানো হবে উৎসবের দ্বিতীয় দিন দুপুর ১২টায়।
উৎসবটি শেষ হবে আগামী ২৫ আগস্ট। এর মধ্যে ২২ আগস্ট অনুষ্ঠিত হবে ফ্যাশন শো।