শুরু হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান

  • স্টাফ করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬ দেয়া হচ্ছে আজ, রবিবার। চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ চলচ্চিত্রের ২৫টি শাখায় এবার পুরস্কার দেয়া হচ্ছে। পুরস্কার প্রদান অনুষ্ঠান হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি)।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে উপস্থিত হয়েছেন অনুষ্ঠানে।

বিজ্ঞাপন

সন্ধ্যা সাড়ে ৬টার একটু আগে অনুষ্ঠানস্থলে পৌঁছান তিনি। 

 

বিজ্ঞাপন

যারা পুরস্কার পাচ্ছেন

আজীবন সম্মাননা পাচ্ছেন
ফরিদা আক্তার ববিতা ও আকবর হোসেন পাঠান ফারুক

 

চলচ্চিত্র
অজ্ঞাতনামা

চলচ্চিত্র পরিচালক
অমিতাভ রেজা চৌধুরী [আয়নাবাজি]

অভিনেতা প্রধান চরিত্রে
চঞ্চল চৌধুরী [আয়নাবাজি]

অভিনেত্রী প্রধান চরিত্রে
নুসরাত জাহান তিশা [অস্তিত্ব] ও কুসুম শিকদার [শঙ্খচিল]

খল চরিত্রে শ্রেষ্ঠ
শহীদুজ্জামান সেলিম [অজ্ঞাতনামা]

শ্রেষ্ঠ শিশুশিল্পী
আনুম রহমান খান সাঁঝবাতি [শঙ্খচিল]

পার্শ্ব চরিত্রে
অভিনেতা-
আলী রাজ [পুড়ে যায় মন] ও ফজলুর রহমান বাবু [মেয়েটি এখন কোথায় যাবে]

অভিনেত্রী
তানিয়া আহমেদ [কৃষ্ণপক্ষ]

 

কাহিনীকার
তৌকীর আহমেদ [অজ্ঞাতনামা]

চিত্রনাট্যকার
অনম বিশ্বাস ও গাউসুল আলম [আয়নাবাজি]

সংলাপ রচয়িতা
সৈয়দা রুবাইয়াত হোসেন [আন্ডারকনস্ট্রাকশন]

সম্পাদক
ইকবাল আহসানুল কবির [আয়নাবাজি]

শিল্প নির্দেশক
উত্তম গুহ [শঙ্খচিল]

শব্দগ্রাহক
রিপন নাথ [আয়নাবাজি]

পোশাক ও সাজসজ্জা
সাত্তার [নিয়তি] ও ফারজানা সান [আয়নাবাজি]

মেকআপম্যান
মানিক [আন্ডারকনস্ট্রাকশন]

 

সংগীত পরিচালক
ইমন সাহা [[মেয়েটি এখন কোথায় যাবে]

গায়ক
ওয়াকিল আহমেদ [দর্পন বিসর্জন, ‘অমৃত মেঘের বারি’ গানের জন্য]

গায়িকা
মেহের আফরোজ শাওন [কৃষ্ণপক্ষ, ‘যদি মন কাঁদে’ গানের জন্য]

গীতিকার
গাজী মাজহারুল আনোয়ার [মেয়ে এখন কোথায় যাবে, ‘বিধিরে ও বিধি’ গানের জন্য]

 

স্বল্পদৈর্ঘ্য
ঘ্রাণ [এস. এম. কামরুল আহসান]

প্রামাণ্য চলচ্চিত্র
জন্মসাথী

মঞ্চ মাতাবেন যারা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে জনপ্রিয় ১৫টি গানের সঙ্গে পারফর্ম করবেন তারকারা।
উপস্থাপনায় থাকবেন ফেরদৌস ও পূর্ণিমা। এবারই প্রথম একসঙ্গে উপস্থাপনা করছেন তারা।

নাচের মঞ্চে থাকবেন-

আমিন খানের সঙ্গে পপি, রিয়াজের সঙ্গে অপু বিশ্বাস, সাইমনের সঙ্গে সিমলা, ইমনের সঙ্গে তমা মির্জা ও জায়েদ খানের সঙ্গে সাহারা।

এছাড়াও নাচবেন সাদিয়া ইসলাম মৌ।