Barta24

শনিবার, ২৪ আগস্ট ২০১৯, ৯ ভাদ্র ১৪২৬

English

ওয়েব দুনিয়ায় ভার্মার মাফিয়ারা

ওয়েব দুনিয়ায় ভার্মার মাফিয়ারা
স্টাফ করেসপন্ডেন্ট


  • Font increase
  • Font Decrease

মুম্বাইয়ের অন্ধকার জগৎ নিয়ে দুইটি আলাদা চলচ্চিত্র বানিয়েছিলেন রাম গোপাল ভার্মা।

একটি ‘কোম্পানি’ (২০০২) এবং অন্যটি ‘ডি’ (২০০৫)।

এবার তিনি একসঙ্গে বানাচ্ছেন ‘ডি কোম্পানি’।

এটি ওয়েব সিরিজ।

গতকাল বৃহস্পতিবার এ সম্পর্কে ফেসবুকে জানিয়েছেন আরজিভি।


এটিই হতে চলেছে মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের অন্তিম বিবরণী।


তিনি বলছেন-

ডি কোম্পানি নিয়ে গবেষণা করতে গিয়ে গত বিশ বছর ধরে আমি গ্যাংস্টার থেকে এনকাউন্টার কপ থেকে আন্ডারওয়ার্ল্ডের দালাল, এমনকী আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িত বহু ফিল্ম জগতের লোকজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেছি।

এই ওয়েব সিরিজে কেবল দাউদের জীবনই দেখানো হবে না।

পুরো ডি কোম্পানিই এর বিষয়।

/uploads/files/vSg15hUUyXdPvvVyD4OhsiC0Jz2vGNtFb5qQfVgy.jpeg

আরজিভি লিখছেন-

ডি কোম্পানি সিরিজে দেখা যাবে খুচরো গুণ্ডা দুউদ ইব্রাহিম কীভাবে পাঠান গ্যাংকে উৎখাত করলো এবং দুবাইয়ে চলে যাওয়ার পর রুপোলি পর্দার তারকা সহ বিভিন্ন ক্ষমতাধর লোকজনের সঙ্গে মিশে ডি কোম্পানিকে গ্ল্যামারাস ও কর্পোরেট চেহারা দিলো।

ওয়েব সিরিজটির ব্যাপারে আরও কিছু তথ্য জানিয়েছেন তিনি।

বলছেন-

কীভাবে বাবরি মসজিদ ধ্বংসের পরে ভয়াবহ দাঙ্গা, সেখান থেকে ৯৩-এর মুম্বাই বিস্ফোরণ, ছোটা রাজনের দাউদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, ছোট ছোট গ্যাংয়ের লিডারদের উপরে ওঠার বাসনা, এসবের ফলে ৯০-এর দশকের শেষে অপরাধমূলক কাজকর্মের বাড়বৃদ্ধি, এসবই থাকবে ওয়েব সিরিজে।


ডি কোম্পানি ওয়েব সিরিজের শুটিং শুরু হবে কিছুদিনের মধ্যেই।


নামও ঘোষিত হবে কলাকুশলীদের।

আরজিভি বলছেন-

অন্তত ৫টি সিজন থাকবে ডি কোম্পানির। প্রতি সিজনে থাকবে ১০টি করে এপিসোড।

এর আগে একই বিষয় নিয়ে ১৯৯৮ সালে ‘সত্য’ বানিয়েছেলেন তিনি।

২০১৩ সালে সিনেমা হলে আসে ‘সত্য ২’।

আরও পড়ুনঃ

আরমিন মুসার দশ বছর

‘গর্বিত বাংলাদেশী’ কবে হচ্ছে?

টুম্পার নতুন ধামাকা

আপনার মতামত লিখুন :

তিন গুণ দাম বাড়িয়েছেন আয়ুষ্মান খুরানা

তিন গুণ দাম বাড়িয়েছেন আয়ুষ্মান খুরানা
আয়ুষ্মান খুরানা

সম্প্রতি সেরা ছবি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে আয়ুষ্মান খুরানা অভিনীত ‘আন্ধাধুন’। এমনকি এই ছবিটিতে অভিনয়ের সুবাদে শিগগিরই সেরা অভিনেতার পুরস্কারটিও ঘরে তুলতে যাচ্ছেন বলিউডের এই অভিনেতা। আর এ সফলতার কারণেই হয়তো নিজের দাম তিন গুণ বাড়িয়ে ফেলেছেন তিনি।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/23/1566569181323.jpg

জানা গেছে- আগে বিজ্ঞাপনের জন্য ৯০ লাখ থেকে এক কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন আয়ুষ্মান খুরানা। আর এখন প্রতিটি বিজ্ঞাপনের জন্য তিন থেকে সাড়ে তিন কোটি রুপি দাবি করছেন এই অভিনেতা।

এখানেই শেষ নয়, বলিউডের এই অভিনেতা নাকি তার টিমকে সাফ জানিয়ে দিয়েছেন এই পরিমাণ অর্থ যদি কেউ দিতে রাজি না হয় তাহলে যেন সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/23/1566569195341.jpg

‘আন্ধাধুন’, ‘বাধাই হো’, ‘আর্টিকেল’র মত ব্লকবাস্টার ছবি ভক্তদের উপহার দিয়েছেন আয়ুষ্মান খুরানা। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ‘ড্রিম গার্ল’-এর কাজ নিয়ে। এছাড়া ‘শুভ মঙ্গল ফিরসে সাবধান’ ছবির কাজও রয়েছে বলিউডের এই অভিনেতার হাতে।

প্রেমিকের বাবাকে দেখতে হাসপাতালে সারা

প্রেমিকের বাবাকে দেখতে হাসপাতালে সারা
সারা আলি খান ও কার্তিক আরিয়ান

কখনও প্রেম, কখনও জন্মদিন উদযাপন আবার কখনও বা হাতে হাত রেখে ঘোরাঘুরির কারণে প্রায় সময় খবরের শিরোনামে থাকছেন সারা আলি খান ও কার্তিক আরিয়ান। আরও একবার খবরের শিরোনামে এসেছেন এই তারকা জুটি।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/23/1566563763388.jpg

সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে কার্তিক আরিয়ানের বাবাকে। আর এ কথা জানার পর প্রেমিকের বাবাকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন সারা।

দেখা সাক্ষাৎ শেষে দু’জনে একসঙ্গে হাসপাতাল থেকে বের হয়েছেন। এসময় সারার পরনে ছিল পিচ রঙের সালোয়ার কামিজ। আর কার্তিক পরেছিলেন সাদা টি-শার্ট ও কালো প্যান্ট।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/23/1566563777691.jpg

ইমতিয়াজ আলি পরিচালিত ‘লাভ আজ কাল টু’ ছবির কাজ করছেন কার্তিক-সারা। কিছুদিন আগেই শেষ হয়েছে ছবিটির শুটিং।

এ সম্পর্কিত আরও খবর

Barta24 News

আর্কাইভ

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র