মোগলের জমানায় করণের সাম্রাজ্য

  • স্টাফ করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

তখতে তারা

তখতে তারা

দু’বছরের স্বল্প বিরতি শেষে নির্মাতা করণ জোহর ফিরছেন নতুন চলচ্চিত্র নিয়ে।

সব প্রস্তুতি চূড়ান্ত।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/09/1533802718280.jpg

বিজ্ঞাপন

চলচ্চিত্রের নাম তখত।


রণবীর সিং, আলিয়া ভাট ও কারিনা কাপুর, এই তিনজনের সঙ্গে ভিকি কৌশল, ভূমি পেদনেকার, জাহ্নবী কাপুর এবং অনীল কাপুর সহ আরও অনেকে থাকছেন এই চলচ্চিত্রে।

করণ জোহর টুইটরে জানালেন এসব তথ্য।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/09/1533802804984.JPG


তখত হতে যাচ্ছে এখন পর্যন্ত ইন্ডিয়ার সবচেয়ে বড় বাজেটের চলচ্চিত্র।


গল্প সাজানো হয়েছে মোগল আমলের প্রেক্ষাপটে, সম্রাট শাহজাহান এবং সম্রাজ্ঞী মমতাজের তিন সন্তানকে নিয়ে।

কে কোন চরিত্রে

  • সম্রাট শাহজাহান- অনীল কাপুর
  • দারা সুকো- রণবীর সিং
  • জাহানারা বেগম- কারিনা কাপুর
  • আওরঙ্গজেব- ভিকি কৌশল
  • দারা সুকোর স্ত্রী- আলিয়া ভাট
  • আওরঙ্গজেবের স্ত্রী- জাহ্নবী কাপুর

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/09/1533809577292.JPG


করণ জোহর নির্মিত এখন পর্যন্ত শেষ চলচ্চিত্র ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’।


ছবিটি বেশ সাড়া জাগিয়েছিলো বলিউড বক্স অফিসে।

তখত চলচ্চিত্রে ভূমি পেদনেকারের ভূমিকা এখনও স্পষ্ট নয় যদিও, খুব দ্রুত জানা যাবে তাও।

আরও পড়ুনঃ

মাইলসেই ফিরলেন শাফিন

সজলের খপ্পরে ভাবনা!

আসিফের ইদ ধামাকা

জীবনের কথায় কুমার বিশ্বজিৎ