এক গল্প, চার নির্মাণ

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

১৫ আগস্ট জাতীয় শোক দিবস।

এই উপলক্ষে প্রচারের জন্য নির্মিত হয়েছে চারটি কাহিনীচিত্র।

সবগুলোই সহিদ রাহমানের গল্প ‘মহামানবের দেশে’ অবলম্বনে নির্মিত।

বিজ্ঞাপন

প্রচারিত হবে শোক দিবসে।

জেনে নেয়া যাক সবগুলোর বিস্তারিত।

বিজ্ঞাপন

কবি ও কবিতা


  • চিত্রনাট্যঃ পান্থ শাহরিয়ার
  • পরিচালনাঃ রোকেয়া প্রাচী
  • অভিনয়ঃ আহমেদ রুবেল, এসএম মহসীন, লুসি তৃপ্তি গমেজ, শাহাদাৎ হোসেন নিপু ও একে আজাদ সেতু
  • দেখা যাবেঃ রাত ৮টা, চ্যানেল আইতে

তখন পঁচাত্তর


  • চিত্রনাট্যঃ মিরন মহিউদ্দীন
  • পরিচালনাঃ আবু হায়াত মাহমুদ
  • অভিনয়ঃ রাইসুল ইসলাম আসাদ, রুনা খান, এসএম মহসীন, শ্যামল মাওলা, উর্মিলা শ্রবন্তী কর, রাশেদ মামুন অপু, রামিজ রাজু ও হিন্দোল রায়
  • দেখা যাবেঃ রাত ৮টা, আরটিভিতে

সেদিন শ্রাবণের মেঘ ছিল


  • চিত্রনাট্যঃ সহিদ রাহমান
  • পরিচালনাঃ রাজিবুল ইসলাম রাজিব
  • অভিনয়ঃ আজাদ আবুল কালাম, রওনক হাসান, হিমি ও মিজানুর রহমান
  • দেখা যাবেঃ রাত ৯টা, একুশে টেলিভিশনে

জনক ১৯৭৫


  • চিত্রনাট্যঃ শাহীন রেজা রাসেলের
  • পরিচালনাঃ আজাদ কালাম
  • অভিনয়ঃ তারিক আনাম খান, তমালিকা কর্মকার, আরমান পারভেজ মুরাদ, শ্যামল মাওলা, মিজানুর রহমান ও নাফা
  • দেখা যাবেঃ রাত ৯টা, এটিএন বাংলায়