‘দেবী শুধু একটি চলচ্চিত্র নয়, দেবী আমার কাছে সম্পদ’

  • স্টাফ করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

জয়া আহসান

জয়া আহসান

জয়া আহসান অভিনীত এবং প্রযোজিত সিনেমা ‘দেবী’।
সোশ্যাল মাধ্যমে আপাতত এটির জয়জয়কার।

মুখিয়ে আছেন দর্শকরা।

বিজ্ঞাপন

এর পেছনে জয়া ছাড়াও অন্যতম কারণ হুমায়ুন আহমেদ।

এটি যে মিসির আলী সিরিজের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে নির্মিত!
চঞ্চল অভিনয় করেছেন মিসির আলী চরিত্রে।

বিজ্ঞাপন

৭ সেপ্টেম্বর আলোর মুখ দেখার কথা ছিলো ‘দেবী’র।

কিন্তু সেটি হচ্ছে না।

পিছিয়েছে সময়।

জয়া বলছেন-

নানা কারণে শেষ মুহূর্তের কিছু মিক্সিংয়ের কাজ সময়মতো শেষ করতে পারিনি। তাই বাধ্য হয়েই ছবির মুক্তির তারিখ এক মাস পেছাতে হচ্ছে।

কিন্তু ঠিক কবে মুক্তি পাচ্ছে ‘দেবী’, জানা যায়নি এখনও।
জয়া বলছেন-

তারিখ চূড়ান্ত করিনি। তবে অক্টোবরের মাঝামাঝি মুক্তি দিচ্ছি, এটা নিশ্চিত।

জয়া আরও বলছেন-

‘দেবী’ এখন শুধু একটি চলচ্চিত্র নয়, ‘দেবী’ আমার কাছে একটি সম্পদ। আমার শুভাকাঙ্খীদের জন্য আমার উপহার। আর এই উপহার শুভ দিনে শুভ ক্ষণেই দর্শকদের কাছে তুলে দিতে চাই আমি।

আপাতত প্রচারণা চলছে বেশ জোরেশোরে।

ফ্যাশন হাউস বিশ্বরঙ যুক্ত হয়েছে এই প্রচারণায়।
জয়া বলছেন-

আমরা একটু ভিন্নভাবে এই ছবির প্রচার করছি। ফ্যাশন হাউস বিশ্বরঙ এই ছবির প্রচারণায় যুক্ত হয়েছে। সামনে ভিন্ন ধরনের আরও প্রচারণার পরিকল্পনা আছে। এ ছাড়া আমরা ছবির শিল্পী-কলাকুশলীরা বিভিন্ন টেলিভিশন চ্যানেল, পত্রিকা ও ওয়েব পোর্টালের মাধ্যমে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখতে দর্শকদের উৎসাহিত করছি। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছবিটির প্রচারণা চলছে।

গত ২৪ আগস্ট মুক্তি পেয়েছে ‘দেবী’র প্রথম গান ‘দোয়েল পাখি কন্যা রে’।
রাকিব হাসান রাহুলের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন প্রীতম হাসান।

গানটি কন্ঠে তুলেছেন মমতাজ।

 

সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘দেবী’ প্রযোজনা করেছে জয়া আহসানের প্রতিষ্ঠান ‘সি তে সিনেমা’।
পরিচালনা করেছেন কলকাতার চলচ্চিত্র নির্মাতা অনম বিশ্বাস।

এতে জয়া আহসানকে দেখা যাবে রানু চরিত্রে।
চঞ্চল বলছেন-

প্রয়াত হুমায়ূন আহমেদের সৃষ্টি ‘রানু’ চরিত্রটির প্রতি এতো সংবেদনশীলভাবে জয়া ছাড়া অন্য কেউ সুবিচার করতে পারতেন না। বাংলাদেশে তো বটেই, তিনি কলকাতায়ও সমান জনপ্রিয়। বরাবরই তার অভিনয় আমার ভালো লাগে।

জয়াও কথা বলেছেন চঞ্চলের মিসির আলী চরিত্রে অভিনয় প্রসঙ্গে।

তার ভাষ্যমতে-

এর আগে চঞ্চলকে অবশ্যই পছন্দ করতাম। ভালো লাগতো তার অভিনয়। তবে মিসির আলী চরিত্রে তার অভিনয় আমাকে মুগ্ধ করেছে। সত্যিই চঞ্চলের প্রেমে পড়ে গেছি।

জয়া-চঞ্চলের একসঙ্গে প্রথম সিনেমা এটি।
‘দেবী’তে নিলু চরিত্রে শবনম ফারিয়া, আনিস চরিত্রে অনিমেষ আইচ এবং আহমেদ সাবেত চরিত্রে দেখা যাবে ইরেশ যাকেরকে।

টিজার দেখুনঃ

ছবিটি পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া।