২৮ নভেম্বরের মধ্যে প্রার্থী ঘোষণা করবে বিএনপি

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগামী ২৮ নভেম্বরের মধ্যে অধিকাংশ আসনে প্রার্থী ঘোষণা করবে বিএনপি।

বিজ্ঞাপন

রোববার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলে গণফোরাম সভাপতি এবং জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠক করেন ফ্রন্টের নেতারা। বৈঠক শেষে বের হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হয়নি, লেভেল প্লেয়িং ফিল্ড হলে নির্বাচনে বিশ্বাসযোগ্যতা পাওয়া যাবে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে অবশ্যই আমাদের বিজয় সুনিশ্চিত। আমরা নির্বাচনে থাকতে চাই। কিন্তু নির্বাচন কমিশন এখনো নিরপেক্ষতা প্রমাণ করতে পারেনি।

তিনি বলেন, মনোনয়ন প্রত্যাশীদের আমরা সাক্ষাৎকার গ্রহণ শেষ করেছি। আমরা ২৮ তারিখের মধ্যে আমরা প্রার্থী চূড়ান্ত করবো। অধিকাংশ আসনে প্রার্থী ঘোষণা করা হবে। বাকিগুলো আমরা ৯ ডিসেম্বরের মধ্যে ঘোষণা করবো।

আসন বিন্যাস নিয়ে বিএনপি ও ঐক্যফ্রন্টের সাথে আলোচনা হয়েছে, শিগগিরই এ বিষয়ে আমরা সিদ্ধান্তে আসবো যোগ করেন ফখরুল।