তারেকের নির্দেশে নির্বাচন পরিচালনায় নজরুল ইসলাম খান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও নীতিনির্ধারণী ফোরামের সিদ্ধান্তের ভিত্তিতে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান দায়িত্ব পেয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার(২৮ নভেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, কমিটির পূর্ণাঙ্গ তালিকা এখনও চুড়ান্ত হয়নি। শীঘ্রই বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির পূর্ণাঙ্গ কমিটির নাম প্রকাশ করা হবে। এখন পর‌্যন্ত তিনি চেয়ারম্যান হয়েছেন এ তথ্য আমরা কাছে রয়েছে। কমিটি চূড়ান্ত হলে তবেই জানা যাবে।

দলীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম খান নির্বাচন করছেন না। তাই তাকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এর আগে দীর্ঘদিন ধরে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সমন্বয়কের দায়িত্বে ছিলেন তিনি।

বিগত তিন থেকে চারটি মিটিংয়ে তার পরিবর্তে এলডিপির চেয়ারাম্যান কর্ণেল অলি আহমদকে সমন্বয়কের দায়িত্ব পালন করতে দেখা গেছে। যদিও অফিসিয়ালি কিছু জানায়নি বিএনপি।