আ'লীগ প্রার্থীর হামলা-মামলা শুরু হয়েছে: কাজল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংবাদ সম্মেলনে ধানের শীষের প্রার্থী লুৎফর রহমান কাজল, ছবি: বার্তা২৪

সংবাদ সম্মেলনে ধানের শীষের প্রার্থী লুৎফর রহমান কাজল, ছবি: বার্তা২৪

নৌকার প্রার্থী সাইমুম সরওয়ার কমল বিএনপি নেতাকর্মীদের উপর হামলা-মামলা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-রামু আসনের ধানের শীষের প্রার্থী লুৎফর রহমান কাজল।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

বিএনপির প্রার্থী লুৎফর রহমান কাজল বলেন, গত ১০ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত রামুর বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের উপর চারটি হামলার ঘটনা ঘটেছে। এ চারটিই ঘটনায় ঘটিয়েছে আওয়ামী লীগের প্রার্থী কমলের নেতাকর্মী ও সমর্থকরা। সবচেয়ে আতংকের বিষয় হচ্ছে আমাদের লোকজন হামলার শিকার হলেও মামলা হচ্ছে আমাদের বিরুদ্ধেই।

তিনি বলেন, এসব হামলার ঘটনায় ৩৫ বিএনপি নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন। এসময় অফিস ও ৭টি মোটর সাইকেল ভাংচুর করা হয়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ প্রার্থী কমল ভোটারদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছেন। আগামী ৩০ ডিসেম্বর ভোট প্রয়োগের মাধ্যমে এসব ন্যক্কারজনক হামলার জবাব দেবে জনগণ।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি জহিরুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।