বগুড়ায় বিএনপির ৪১ নেতাকর্মী গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বগুড়া, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বগুড়ায় অভিযান চালিয়ে বিএনপির ৪১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। 

বুধবার (২৬ ডিসেম্বর) রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে বগুড়া জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা যায়, বুধবার (২৬ ডিসেম্বর) রাতে জেলার ১২টি থানা পুলিশ ৪১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা সকলেই বিএনপির নেতাকর্মী। তারা বিভিন্ন মামলার আসামি।

এদিকে সারিয়াকান্দির দুর্গম চর চালুয়াবাড়িতে পুলিশের অভিযানের মধ্যেই নৌকা মার্কার নির্বাচনী অফিস আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বগুড়া-১ আসনের সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম চর চালুয়াবাড়ীতে নৌকা মার্কার নির্বাচনী অফসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বার্তা ২৪কে জানান, দুর্গম চর চালুয়াবাড়িতে নৌকা মার্কার নির্বাচনী অফিসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। দুর্গম এবং যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা হওয়ায় রাতে সেখানে পুলিশ যেতে পারেনি।