বগুড়ায় উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বগুড়া, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গ্রেফতারকৃত উপজেলা চেয়ারম্যান দবিবুর রহমান, ছবি: সংগৃহীত

গ্রেফতারকৃত উপজেলা চেয়ারম্যান দবিবুর রহমান, ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আলহাজ্ব দবিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার সময় সাদা পোশাকে পুলিশ তাকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে আলহাজ্ব দবিবুর রহমান বাড়ি সংলগ্ন মসজিদে যাচ্ছিলেন। এ সময় পুলিশ তাকে গ্রেফতার করে শেরপুর থানায় নিয়ে যায়।

দলীয় সূত্র জানায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি জামায়াতের সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করেন।

বিজ্ঞাপন

গোয়েন্দা তথ্য মতে, তিনি জামায়াতের অর্থ যোগানদাতাদের মধ্যে অন্যতম। ভোটের আগের রাতে এবং নির্বাচনের দিন বিভিন্ন ভোটকেন্দ্রে নাশকতার পরিকল্পনা করেছিলেন দবিবুর রহমান। গোয়েন্দাদের এমন তথ্যের ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেফতার করে।

শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বার্তা ২৪.কমকে বলেন, 'নাশকতার মামলায় দবিবুর রহমানকে গ্রেফতার করে থানা হেফাজতে রাখা হয়েছে।'