ফেনীতে ১০টি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধারকৃত অস্ত্রসহ র‍্যাব-৭ এর সদস্যরা, ছবি: বার্তা২৪

উদ্ধারকৃত অস্ত্রসহ র‍্যাব-৭ এর সদস্যরা, ছবি: বার্তা২৪

ফেনী জেলার সোনাগাজী থানাধীন চর চান্দিয়া এলাকায় থেকে ১০টি পিস্তল, ৬টি ম্যাগাজিন, ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে চট্টগ্রামের র‌্যাব-৭। এসব অস্ত্র পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে বলে জানা গেছে।

শনিবার (২৯ ডিসেম্বর) বিকেলে র‌্যাবের এক অভিযানে এসব অস্ত্র উদ্ধার করে।

বিজ্ঞাপন

র‌্যাব-৭ সহকারী পরিচালক মিমতানুর রহমান বার্তা২৪কে জানান, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা একটি প্লাস্টিকের বস্তা ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। ফলে কোন আসামি গ্রেফতার করতে পারেনি র‌্যাব।

তিনি বলেন, 'এসব অস্ত্র দিয়ে নির্বাচনে নাশকতার করা পরিকল্পনা ছিল সন্ত্রাসীদের। অস্ত্রগুলো উদ্ধার হওয়ায় সন্ত্রাসীদের সেই পরিকল্পনা ভেস্তে গেছে।

বিজ্ঞাপন

উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে ৩টি ৭.৬৫ এম এম বিদেশি পিস্তল, ২টি ৯ এমএম বিদেশি পিস্তল, ২টি .৩২ এমএম বিদেশি রিভলবার, ২টি বিদেশি শর্টগান, ১টি ওয়ানশুটারগান।

এছাড়াও ৬টি ম্যাগাজিন এবং ৩৮ রাউন্ড গুলি/কার্তুজ উদ্ধার করে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান র‍্যাব এ কর্মকর্তা।