সরাইলে বাজারে আগুন, দেড় কোটি টাকার ক্ষতি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের প্রাত:বাজারে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ব্যবসায়ীরা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে তাৎক্ষণিক ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া দোকানের মধ্যে মুদিমাল, স্বর্ণালঙ্কার, ফার্মেসি ও সেলুনের দোকান রয়েছে।

এ ঘটনায় আনুমানিক দেড় কোটির টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সাভিসের স্টেশন অফিসার মো. আল আমিন সরকার জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইলের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।