নদী সুরক্ষায় নোঙ্গরের মানব বন্ধন

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

ইশতেহারের নদী সুরক্ষার অঙ্গীকারের দ্রুত বাস্তবায়ন চেয়ে মানব বন্ধন করেছে নদী নিরাপত্তা সামাজিক সংগঠন নোঙ্গর।

শুক্রবার(৪ জানুয়ারি) সকালে রাজধানীর প্রেসক্লাবের সামনে মানব বন্ধনের আয়োজন করে তারা।

বিজ্ঞাপন

উক্ত মানব বন্ধনে উপস্থিত ছিলেন, নোঙ্গরের সভাপতি, সুমন শামস, সেক্রেটারি আমিনুল হক, সদস্য জাকির হোসেন নান্নু, নাজমুল হুদা রতন সহ আরও অনেকে।

মানব বন্ধনে বক্তারা বলেন, আজ সীমান্তের ওপারে বাধ দেয়ার জন্য আমাদের নদী শুকিয়ে যাচ্ছে, আর দেশের মধ্যে অতিরিক্ত পলি জমে নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে, তাছাড়া অবৈধ দখল তো আছেই। এসব সমস্যার কোনো সমাধান আমরা দেখতে পাই নাই। তাই এবারে যারা ক্ষমতায় এসেছেন, তারা ইশতিহারে নদী সুরক্ষায় যে অঙ্গীকার করেছেন তার দ্রুত বাস্তবায়ন করতে হবে।

বিজ্ঞাপন

বক্তারা আরো বলেন, নানা ধরনের শিল্প কারখানার বর্জ্য পদার্থ নদীতে ফেলা হচ্ছে, ফলে এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধার সম্মুখীন হচ্ছে, যার প্রমাণ আমরা গাবতলীর পাশে তুরাগ নদীর একাংশে দেখতে পাই, এভাবে চললে নদীমাতৃক বাংলাদেশে কোন নদীর ই অস্তিত্ব থাকবে না।

নির্বাচিত সংসদ সদস্যগনের প্রত্যেকেই কোনো না কোনো নদী তীরের সন্তান উল্লেখ করে বক্তারা বলেন, এই নদী সুরক্ষায় আপনাদের দায়িত্ব সবচেয়ে বেশি, তাই মাতৃভূমিকে সুরক্ষা করতে যে শপথ নিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করুন।