ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বগুড়া, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালানোর অভিযোগে আবু রায়হান আল বিরুনী পুশকিন (৩৫) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব। সে নারুলী মধ্যপাড়ার মৃত সাদেক আলী আহম্মেদের ছেলে।

বুধবার (০৯ জানুয়ারি) ভোর রাতে র‍্যাব-১২ এর সদস্যরা বগুড়া শহরের নারুলী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুশকিনকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

র‍্যাব সদস্যরা তার কাছ থেকে ২টি মোবাইল ফোন এবং ফেসবুকে শেয়ার ও মেসেঞ্জারের কথোপকথনের স্ক্রিনশটের ১৭ পাতা জব্দ করেছে।

র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সরকার আসিফ মাহমুদ জানান, গ্রেফতারকৃত যুবক দীর্ঘদিন ধরে ফেসবুকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ভিত্তিহীন ও গুজব ছড়িয়ে স্ট্যাটাস দিয়ে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বগুড়া সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন