রামগতিতে নিষিদ্ধ জাল ও জাটকা জব্দ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লক্ষ্মীপুর, বার্তা২৪.কম 
  • |
  • Font increase
  • Font Decrease

জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হচ্ছে/ ছবি: বার্তা২৪.কম

জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হচ্ছে/ ছবি: বার্তা২৪.কম

লক্ষ্মীপুরের রামগতিতে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। বুধবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার মেঘনা নদীতে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।

পরে আলেকজান্ডার লঞ্চঘাট এলাকায় মৎস কর্মকর্তা ও কোস্টগার্ড সদস্যদের উপস্থিতিতে জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়। আর জাটকাগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

রামগতি উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কামাল হোসেন জানান, রামগতির কোস্টগার্ডের একটি দল মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় ১০ হাজার মিটার করেন্ট জাল ও ১০০ কেজি জাটকা জব্দ করা হয়। জেলেরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।