এতিম দুই ভাইয়ের দায়িত্ব নিলেন এমপি শহীদ
এতিম দুই ভাইকে উচ্চ শিক্ষিত করা পর্যন্ত সকল ব্যয় বহনসহ সারাজীবনের দায়িত্ব নিলেন এমপি মোহাম্মদ শহীদ ইসলাম।
ওই দুই ভাই হল- রায়পুর অক্সফোর্ড কিন্ডার গার্ডেনের প্লে শ্রেণির ছাত্র মো. নিহাদ ও মো. আহাদ হোসেন। তারা সম্প্রতি সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া শিবপুর গ্রামের সিএনজি অটোরিকশা চালক ইউছুফের ছেলে।
শহিদ ইসলাম লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য।
শনিবার (১২ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আল আরাফাহ দাখিল মাদরাসার বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসে ওই দুই ভাইয়ের দায়িত্ব নেন তিনি।
জানা গেছে, ৭৫ লাখ টাকা ব্যয়ে করা এ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন শহীদ ইসলাম।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি বেলাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, পৌরসভার মেয়র ইসমাইল হোসেন খোকন ও সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান প্রমুখ।