সাতদিন পর বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ
জেলার দোয়ারাবাজার উপজেলার বাশতলা সীমান্তের ওপারে ভারতীয় সীমানায় খাসিয়াদের গুলিতে নিহত নুরু মিয়া (৩৫) নামের এক বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
রোববার (১৩ জানুয়ারি) দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে লাশটি ফেরত দেওয়া হয়। বিজিবি লাশটি দোয়ারাবাজার থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে। নিহত নুরু মিয়া সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাশতলা কলোনি গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে।
গত সোমবার (৭জানুয়ারি) সন্ধার দিকে বাশতলা সীমান্তের ১২৩১ সীমান্ত পিলারের বিপরীতে ভারতে অনুপ্রবেশের পর খাসিয়াদের গুলিতে নুরু মিয়া ঘটনাস্থলেই মারা যান।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশীল রঞ্জন দাস জানান, ‘রোববার দুপুরের দিকে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকের মধ্যমে নুরু মিয়ার লাশ ফেরত দেওয়া হয়। এরপর বিজিবি লাশটি পুলিশের কাছে হস্তান্তর করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হবে।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বাশতলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. দেলোয়ার হোসেন, দোয়ারাবাজার থানার এসআই সজিব দত্ত এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন চেলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি শ্রী বিপুর সাইকা, মোশারাম থানার এমটিসি সাংমা।