ভাঙারির দোকানে শিক্ষার্থীদের নতুন বই!

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, হবিগঞ্জ, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

হবিগঞ্জ শহরের পৌর বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ২০১৮-২০১৯ সালের ৫ হাজারের অধিক সরকারি বই জব্দ করেছে পুলিশ। এ সময় দুইজনকে আটক করা হয়।

সোমবার (১৪ জানুয়ারি) রাত ৭টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে স্কুলের বিপুল পরিমাণ বইসহ দুইজনকে আটক করেন।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/14/1547481203627.jpg

আটককৃতরা হলেন- লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের আমিরুল মিয়ার ছেলে রাসেল মিয়া (৩০) ও একই গ্রামের নূর মিয়ার ছেলে হাশিম মিয়া (৩৫)।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, আটককৃত উভয়েই ভাঙারি ব্যবসায়ী। বইগুলো তারা কেজি হিসেবে ক্রয় করে দোকানে রেখেছিলেন।

গোপন সূত্রে খবর পেয়ে সদর থানার ওসি তদন্ত গোলাম কিবরিয়ার নেতৃত্বে একদল পুলিশ শহরের বাসস্ট্যান্ড এলাকায় একটি ভাঙারি দোকানে অভিযান চালিয়ে এগুলো জব্দ করেন। এ সময় ওই দোকান থেকে দুই বিক্রেতাকে আটক করা হয়। জব্দকৃত বইগুলো অষ্টম, ৫ম ও তৃতীয় শ্রেণির বলে জানায় পুলিশ।

অভিযানের সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক জানান, সরকারি বইগুলো বিক্রির উদ্দেশ্যে রেখে দেওয়া হয়েছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালায়। এ সময় ৫ হাজারেরও অধিক বইসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হলে মূল তথ্য বেরিয়ে আসবে।

এ ব্যাপারে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।