লক্ষ্মীপুরে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীদের সংবর্ধনা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লক্ষ্মীপুর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংবর্ধনা দেয়া হচ্ছে এক শিক্ষার্থীকে, ছবি: বার্তা২৪

সংবর্ধনা দেয়া হচ্ছে এক শিক্ষার্থীকে, ছবি: বার্তা২৪

লক্ষ্মীপুরে এসএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭১ জন মেধাবী ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পক্ষ থেকে আয়োজিত এক সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়। এ সময় ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/15/1547553822827.gif

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাজাহান আলি, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বলরাম চন্দ্র দেবনাথ।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/15/1547553839679.gif

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সালমা আক্তার, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল খায়ের স্বপন প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'তোমরা অত্যন্ত মেধাবী। পড়ালেখাসহ জীবনের প্রত্যেকটি পদক্ষেপে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হবে। চেষ্টা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে সফল মানুষ হিসেবে চিহ্নিত করবে। তবেই শিক্ষার্থীরা আগামী দিনে সফলতা অর্জন করতে পারবে।'