পুলিশ-যুবলীগ সংঘর্ষ: ১৪ নেতার জামিন
লক্ষ্মীপুর সদর হাসপাতালের ভেতরে পুলিশের সঙ্গে যুবলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ১৪ আসামি জামিন পেয়েছেন।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হলে বিচারক মুনছুর আহমেদ তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী রাসেল মাহমুদ মান্না ওই ১৪ নেতার জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে একই আদালতে উপস্থিত হয়ে গত ১০ জানুয়ারি মামলার ১২ নম্বর আসামি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান জামিন পান। পরে ওই ঘটনায় গ্রেফতার ১০ যুবলীগ নেতাকে গত ১৩ জানুয়ারি জামিন দেয় আদালত।
জামিন প্রাপ্তরা হলেন- লক্ষ্মীপুর পৌর যুবলীগের আহ্বায়ক আল-আমিন ভূঁইয়া, লাহারকান্দি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তফসির আহমেদ, যুবলীগ নেতা আরজু, ইসমাইল, রাকিব পাটোয়ারী, রকি, মান্নান, রিয়াজ, আরজু, ছলিম পাটোয়ারী, মোল্লা ফারুক, আলম, গিয়াস উদ্দিন রুবেল ও মিজি আলাউদ্দিন।
প্রসঙ্গত, গত ২ জানুয়ারি সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান ফজলুরের সঙ্গে স্থানীয় দেলোয়ার হোসেনের মারামারি হয়। পরে কয়েকজন আহতকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে দলীয় কিছু নেতাকর্মীকে নিয়ে ওই হাসপাতালে আহতদের দেখতে যান জেলা যুবলীগের সভাপতি সালাহ উদ্দিন টিপু। একপর্যায়ে পুলিশের সঙ্গে যুবলীগের নেতাকর্মীর সংঘর্ষ হয়।
এ ঘটনায় পুলিশ সদর (পশ্চিম) উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল হক মাহবুবসহ ১০ নেতাকে গ্রেফতার করে। এছাড়া পুলিশ বাদী হয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নোমানসহ ৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে। এতে ২৫ জনের নাম উল্লেখ ও ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। পরে আটক নেতাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।