মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জাপা কর্মী নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বগুড়ার কাহালুতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় জাতীয় পার্টির (জাপা) দুই কর্মী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গণসংযোগে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় কাহালু উপজেলার দুর্গাপুর-জামগ্রাম সড়কে এ মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- কাহালু উপজেলার লোকনাথপাড়া গ্রামের সামছুল ইসলামের ছেলে সুজা উদ্দিন (৩৬) ও একই গ্রামের সাবির উদ্দিন খানের ছেলে লেবু খান (৫৫)।

গুরুতর আহত বাকের খানকে (১৯) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত সুজা উদ্দিনের বড় ভাই সবুজ উদ্দিন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক। তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় জামগ্রামে গণসংযোগে মোটরসাইকেল বহর নিয়ে যাচ্ছিলেন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে জামগ্রাম হাইস্কুলের কাছে দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বে তালগাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বার্তা২৪কে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।