ওভারটেক করতে গিয়ে নদীতে ট্রাক, নিহত ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, সাভার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ওভারটেক করতে গিয়ে নদীর ৪০ ফিট গভীরে ট্রাক, নিহত ২। ছবি: সংগৃহীত

ওভারটেক করতে গিয়ে নদীর ৪০ ফিট গভীরে ট্রাক, নিহত ২। ছবি: সংগৃহীত

রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে ইটবোঝাই একটি ট্রাক পড়ে গিয়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ২ জন।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে আশুলিয়ার মরাগাঙ্গ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার কাজ এখনো চলছে। তাৎক্ষণিকভাবে নিহত ও নিখোঁজদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, সকালে মরাগাঙ্গ এলাকায় একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রাকটি তুরাগ নদীতে পড়ে যায়। পরে খবর পেয়ে উত্তরা ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা আব্দুল হামিদ জানান, ট্রাকটি নদীর ৪০ ফিট নিচে রয়েছে। উদ্ধার কাজ চলছে।

বিজ্ঞাপন

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।