ফেনীতে দু’গ্রুপের গুলি বিনিময়ে ডাকাত নিহত
ফেনীর ছাগলনাইয়া উপজেলার বেতাগা প্রজেক্ট এলাকায় ডাকাত দলের দু’গ্রুপের গুলি বিনিময়ে মহিউদ্দিন সবুজ ওরফে সবুজ ডাকাত নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ দু’জনকে আটক করেছে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড গুলি, ১টি বন্দুক ও ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
নিহত সবুজ ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া ওয়ার্ডের আব্দুল মোতালেব ওরফে তালেব চোরার ছেলে।
এ ঘটনায় আটক গুলিবিদ্ধ পলাশ নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার থানারহাট গ্রামের নুরুল হকের ছেলে এবং ফারুকের বাড়ি ফেনীর দাগনভূঁইয়া উপজেলায়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম মুর্শেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ ভোরে ওই এলাকায় দুই দল ডাকাতের মধ্যে গুলি বিনিময় হচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালায় পুলিশ। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনসহ দুইজনকে আটক করা হয়। এছাড়া মহিউদ্দিন সবুজ ওরফে সবুজ নামে এক জনের লাশও উদ্ধার করা হয়।
লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত সবুজের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও অস্ত্রসহ ৮টি মামলা রয়েছে বলেও জানান তিনি।