সিরাজগঞ্জে ফেনসিডিলসহ আটক ২, প্রাইভেট কার জব্দ
সিরাজগঞ্জে ৫৮৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২। তাদের ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু, পশ্চিম গোলচত্বর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- কুমিল্লার দাউদকান্দি উপজেলার সোহেল রানার ছেলে দিপু (১৮) ও মুন্সিবাড়ি এলাকার কামাল হোসেনের ছেলে সোহেল রানা (২৮)।
সিরাজগঞ্জ র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর মোরশেদ বলেন, সকাল থেকেই বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় বিভিন্ন যানবাহনে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বগুড়া থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো ১১-৭৫৪৭) তল্লাাশি চালিয়ে বিশেষভাবে রাখা ৫৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় প্রাইভেট কারটির চালকসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করা হয়, প্রাইভেট কার জব্দ করা হয়।
র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার রওশন আলী জানান, এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।