আ.লীগ নেতা হত্যা, মহাসড়ক অবরোধ করে মানববন্ধন
পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশীতে দুর্বৃত্তদের গুলিতে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিমকে হত্যার প্রতিবাদে সর্বস্তরের এলাকাবাসী পাবনা-কুষ্টিয়া-নাটোর মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপি এই কর্মসূচি পালন করা হয়।
স্থানীয়রা জানান, বুধবার রাতে দুর্বৃত্তদের গুলিতে পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম নিহত হন। এরই প্রতিবাদে পাকশী ও রুপপুরের স্থানীয় নানা শ্রেণি পেশার লোকজন পাবনা-কুষ্টিয়া ও নাটোর মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা প্রশাসনের কাছে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন।
ঈশ্বরদী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, আওয়ামী লীগ নেতা সেলিম হত্যায় স্থানীয়রা মহাসড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ করছিল। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দেওয়ায় তারা শান্ত হয়েছে।