ওবায়দুল কাদেরের মায়ের নামে একাডেমিক ভবন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নোয়াখালী, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ওবায়দুল কাদেরের মায়ের নামে একাডেমিক ভবন। ছবি: বার্তা২৪.কম

ওবায়দুল কাদেরের মায়ের নামে একাডেমিক ভবন। ছবি: বার্তা২৪.কম

নোয়াখালীর কোম্পানীগঞ্জের সরকারি মুজিব কলেজে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মায়ের নামে একটি একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে।

শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এই একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। বসুরহাট পৌরসভার অর্থায়নে এ একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদ জানান, ২০ লাখ টাকা ব্যয় হবে ফজিলাতুন্নিসা একাডেমিক ভবন নির্মাণ করতে। এটি ওবায়দুল কাদেরের মায়ের নামে করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সরকারি মুজিব কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক রায়হান ফারুকী, প্রভাষক ফারুকুল ইসলাম, বসুরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি রেয়াজুল হক লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

বিজ্ঞাপন