পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আহতদের রক্তের প্রয়োজন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পটুয়াখালী, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় বাস উল্টে আহত যাত্রীদের চিকিৎসার জন্য বিভিন্ন গ্রুপের রক্তের প্রয়োজন। পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ২৩ জন রোগীকে ভর্তি করা হয়েছে। তাদের অধিকাংশেরই রক্তক্ষরণ হয়েছে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় বাস উল্টে একজন নিহত ও ২৩ যাত্রী আহত হন।

বিজ্ঞাপন

পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজ বলেন, ‘আহতদের চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন। ইতোমধ্যে আমিসহ আমাদের বেশ কয়েকজন ম্যাজিস্ট্রেট রক্ত দিয়েছি। রক্ত সংগ্রহণের জন্য ফেসবুকেও প্রচারণা চালানো হচ্ছে। পর্যাপ্ত রক্ত সংগ্রহ করতে পারলে আল্লাহর রহমতে অনেককেই সুস্থ করে তোলা যাবে।’

পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. হাবিবুর রহমান জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে এখানেই সবাইকে চিকিৎসা দেয়া হচ্ছে। যদি কারও উন্নত চিকিৎসার প্রয়োজন হয় সেক্ষেত্রে তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ জন্য অ্যাম্বুলেন্সও রেডি করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় চিকিৎসার জন্য পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন সরবরাহ করা হচ্ছে।

বিজ্ঞাপন

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ জানান, সকালে গলাচিপা থেকে পটুয়াখালী আসার পথে পল্লী বিদ্যুৎ এলাকায় খান ক্লাসিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে একজন নিহতসহ ২৩ যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।