আশুগঞ্জে সব ধরনের নৌযান চলাচল বন্ধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আশুগঞ্জে সব ধরনের নৌযান চলাচল বন্ধ। ছবি: বার্তা২৪.কম

আশুগঞ্জে সব ধরনের নৌযান চলাচল বন্ধ। ছবি: বার্তা২৪.কম

বঙ্গোপসাগরে পশ্চিমা লঘুচাপের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে আশুগঞ্জ বন্দরকে এক নাম্বার সতর্ক সংকেত দেখাতে বলা হয়। তবে বিকেলে ২ নাম্বার সতর্ক সংকেত দেখিয়ে সকল নৌযানকে নিরাপদ আশ্রয়ে রাখার জন্য বলেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আশুগঞ্জের পরিদর্শক মো. শাহ আলম।

বিজ্ঞাপন

এদিকে বঙ্গোপসাগরে পশ্চিমা লঘুচাপের কারণে গত সোমবার থেকেই জেলায় বৃষ্টিপাতের পাশাপাশি দমকা হাওয়া বয়ে যাচ্ছে। বৃষ্টিপাতের কারণে আশুগঞ্জ নৌবন্দরের বিভিন্ন মালবাহী জাহাজ থেকে পণ্য খালাসও করা যাচ্ছে না। পাশাপাশি নৌ রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চও বিভিন্ন ঘাটে আটকা পড়েছে। এতে করে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আজ বিকেলে আশুগঞ্জ ও এর আশপাশের এলাকায় ঝড়ো হাওয়া বয়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আশুগঞ্জের পরিদর্শক মো. শাহ আলম জানান, বঙ্গপসাগরে পশ্চিমা লঘুচাপের কারণে সারাদেশে বৃষ্টিপাত ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। যার কারণে বুধবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে যাত্রীবাহীসহ সকল প্রকার নৌ চলাচল বন্ধ রয়েছে।

এছাড়াও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আশুগঞ্জ নৌবন্দরকে ২ নাম্বার সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ সময় সকল প্রকার নৌযান চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।