লক্ষ্মীপুরে বণিক সমিতির নির্বাচন চলছে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লক্ষ্মীপুর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লক্ষ্মীপুরে বণিক সমিতির নির্বাচন চলছে। ছবি: বার্তা২৪.কম

লক্ষ্মীপুরে বণিক সমিতির নির্বাচন চলছে। ছবি: বার্তা২৪.কম

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার (২ মার্চ) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এদিকে নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র ও মান্দারী বাজার এলাকায় নিরাপত্তার লক্ষ্যে পুলিশ, ডিবি পুলিশ, র‌্যাব ও গ্রাম পুলিশের টহল জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

এবারের নির্বাচনে সমিতির কার্যকরী কমিটির ১১ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ প্রার্থী। এরমধ্যে সভাপতি পদে ২, সহ-সভাপতি পদে ২, সাধারণ সম্পাদক পদে ২, সহ-সাধারণ সম্পাদক পদে ২, কোষাধ্যক্ষ পদে ৩, দপ্তর সম্পাদক পদে ৩, সাংগঠনিক সম্পাদক পদে ৩, সমাজকল্যাণ সম্পাদক পদে ২, আন্তর্জাতিক সম্পাদক পদে ৩ এবং দুটি নির্বাহী সদস্য পদে ৩ প্রার্থী রয়েছেন। মোট ভোটার সংখ্যা ১ হাজার ১০২ জন। নির্বাচিতরা আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

প্রধান নির্বাচন কমিশনার আবুল কাশেম পাটওয়ারী জানান, মান্দারী বাজার বণিক সমিতির কার্যকরী কমিটি নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়ানোর লক্ষ্যে ভোটকেন্দ্র ও মান্দারী বাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এতে পুলিশ, ডিবি পুলিশ, র‌্যাব ও গ্রাম পুলিশের টহল টিম কাজ করছে।

বিজ্ঞাপন