কাশিয়ানীতে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গোপালগঞ্জ, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে সংঘর্ষে আলমগীর হোসেন শেখ (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের দোলা গ্রামে গত রবিবার মো. রাহেন শেখের ছেলে আলমগীর হোসেন শেখ। প্রতিবেশী মো. নজরুল শেখের সাথে মাছ ধরাকে কেন্দ্র করে তার বিরোধ হয়। এক পর্যায়ে তাদের উভয় পরিবারের মধ্যে কথা কাঁটাকাটি এবং পরে সংঘর্ষ বাধে।

বিজ্ঞাপন

উভয় পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে এক অপরের উপর হামলা চালায়। মো. রাহেন শেখের ছেলে মো. আলমগীর হোসেন শেখ (৫০), মো. মনু শেখ (৪৮), মো. চন্নু শেখ (৪৫) ও মো. রশিদ শেখের ছেলে মো. সাদেক শেখ (৪৮) মারাত্মকভাবে আহত হন। পরে তাদেরকে কাশিয়ানী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থার অবনতি হলে তাকে ঢামেকে নেওয়া হয়।

নিহতের ভাই মো. চন্নু শেখ বাদী হয়ে কাশিয়ানী থানায় ছয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

বিজ্ঞাপন

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।