আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা, মাইক জব্দ

  • সোহেল মিয়া, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, রাজবাড়ী, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা, মাইক জব্দ

আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা, মাইক জব্দ

তৃতীয় ধাপের পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই আচরণবিধি লঙ্ঘনের দায়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান প্রার্থী মো: মনিরুজ্জামান মনিরকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মো: মাসুম রেজা। এ সময় প্রচারের কাজে নিয়োজিত ভ্যানগাড়ি ও মাইক জব্দ করা হয়।

শনিবার (৯ মার্চ) দুপুর ১টায় নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা আদায় করা হয়। এ সময় দ্বিতীয়বার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তার প্রার্থিতা বাতিল করা হবে বলেও সতর্ক করা হয়।  

বিজ্ঞাপন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মো: মাসুম রেজা বার্তা২৪.কমকে জানান, উপজেলা পরিষদ নির্বাচন আচরণবিধিমালা-২০১৬ এর ২১ ধারা লঙ্ঘনের কারণে ৩২ ধারা মোতাবেক তালা মার্কার প্রার্থী মো: মনিরুজ্জামান মনিরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং পুনরায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তার প্রার্থিতা বাতিল করা হবে বলেও তাকে সর্তক করা হয়েছে।

উল্লেখ্য, বেলা ২ টা থেকে রাত ৮টা পর্যন্ত একজন প্রার্থী তার পক্ষে মাইকিং করার কথা থাকলেও ভাইস চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মনির দুপুর ১টা থেকেই মাইক দিয়ে প্রচার শুরু করেন।

বিজ্ঞাপন