আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ
বিদ্যুৎ প্লান্টের বয়লারে ক্রটি দেখা দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় মঙ্গলবার (১২ মার্চ) দুপুর থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। এতে প্রতিদিন এক কোটি টাকা মূল্যের ১২০০ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাবিবুর রহমান জানান, কারখানা বন্ধের পর ইতোমধ্যে স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করে দিয়েছেন। মেরামত শেষে উৎপাদনে আসতে আরও অন্তত ১০ দিন সময় লাগতে পারে।
তিনি আরও জানান, চলতি (২০১৮-২০১৯) অর্থ বছরে কারখানায় দেড় লাখ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বিসিআইসি কতৃপর্ক্ষ। চলতি অর্থ বছরে এ পর্যন্ত প্রায় ৯৮ হাজার মেট্রিকটন ইউরিয়া উৎপাদন হয়েছে। বর্তমানে কারখানায় এক লাখ মেট্রিকটন ইউরিয়া সার মজুদ রয়েছে। পর্যাপ্ত পরিমানে সার মজুদ থাকায় কমান্ড এরিয়াভুক্ত জেলায় সার সংকটের সম্ভাবনা নেই।