দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, রাজবাড়ী, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

দীর্ঘ ৫ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সকল যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। ফলে ঘাটের উভয়পাশে যানজট সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮ টায় ঘন কুয়াশার তীব্রতা কমে আসলে কর্তৃপক্ষ ফেরি চলাচলের উপর নিষেধাজ্ঞা তুলে নেন। এর আগে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুর্ঘটনা এড়াতে ভোর রাতে সকল প্রকার ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছিল বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বার্তা২৪.কমকে জানান, ভোর সাড়ে ৩ টার সময় ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সব ধরনের ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছিল। কুয়াশা ঘনত্ব কমে আসায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে।