খুলনার ডুমুরিয়া উপজেলার নির্বাচন স্থগিত
খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাচন আগামী মাসের ১০ তারিখ পর্যন্ত স্থগিত করেছে হাইকোর্ট। ডুমুরিয়া উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী শাহনেওয়াজ হোসেন জোয়ার্দারের রিটের শুনানিতে এ আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও আগামী ২ এপ্রিলের মধ্যে শাহনেওয়াজ হোসেন জোয়ার্দারের অভিযোগ নিষ্পত্তি করার জন্য খুলনা জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৭ মার্চ) বিচারপতি এনায়েতুর রহিম ও মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন এম কে রহমান ও আরীফ মহিউদ্দীন চৌধুরী।
উল্লেখ্য, ডুমুরিয়া উপজেলা নির্বাচনে প্রথমে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মোস্তফা সরোয়ারকে মনোনয়ন দেওয়া হয়। পরবর্তীতে শাহনেওয়াজ হোসেন জোয়ার্দারকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার নৌকা প্রতীক না পাওয়ায় তিনি গত ১৯ মার্চ হাইকোর্টে রিট আবেদন করেন।
এদিকে, খুলনা জেলা প্রশাসক মো. হেলাল হোসেন ও ডুমুরিয়া উপজেলার রিটার্নিং কর্মকর্তা মাজহারুল ইসলাম বার্তা২৪.কমকে জানান, তারা হাইকোর্টের আদেশ এখনো পর্যন্ত হাতে পাননি। আদেশ পেলে যথাযথ ব্যবস্থা নেবেন।