ডাকাতের গুলিতে ব্যবসায়ী নিহত, আহত ৪
লক্ষ্মীপুর সদরে ডাকাতের গুলিতে মোসলেহ উদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।
সোমবার (১ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ঝাউডগি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোসলেহ উদ্দিন কুশাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ পাটওয়ারীর ভাই ও নোয়াখালীর আন্ডারচরের চৌধুরী বাজারের গরুর মাংস ব্যবসায়ী।
আহতরা হলেন- নিহতের বাবা দুদু পাটওয়ারী, মা আয়েশা বেগম, ভাই মিলন হোসেন ও ছেলে আরমান হোসেন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, রাতে নোয়াখালীর চৌধুরী বাজার থেকে মোসলেহ উদ্দিন মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুরের ঝাউডগির বাড়িতে আসছিলেন। এর আগেই তাদের বাড়িতে ডাকাত প্রবেশ করে। পরে তিনি বাসায় পৌঁছে ডাকাত দেখে তাদের বাধা দেন। এ সময় ডাকাতরা তাকে গুলি করে। এছাড়া তার বাবা, মা, ভাই ও ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় মোসলেহ উদ্দিন ও আহতদের সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়।
তবে মোসলেহ উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পথে মারা যান তিনি।
কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।