বিদেশি অস্ত্র-গুলি ও মাদকসহ মা-ছেলে গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিদেশি অস্ত্র-গুলি ও মাদকসহ মা-ছেলে গ্রেফতার, ছবি: বার্তা২৪.কম

বিদেশি অস্ত্র-গুলি ও মাদকসহ মা-ছেলে গ্রেফতার, ছবি: বার্তা২৪.কম

খুলনায় বিদেশি পিস্তল, গুলি, মাদকসহ রুপোক সরকার (২৫) ও তার মা মনিকা সরকার (৪৫) কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (২ এপ্রিল) খুলনা নগরীর খানজাহান আলী রোডস্থ মরিয়ামপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামান বার্তা২৪.কমকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে সন্ধ্যার পরে সদর থানাধীন খানজাহান আলী রোডস্থ মরিয়াম পাড়ায় অভিযান চালায়। অভিযানে ওই এলাকার এ্যানটনি সরকারের পুত্র রুপোক সরকার (২৫) ও তার স্ত্রী মনিকা সরকার (৪৫) কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের ঘরে তল্লাশি চালিয়ে ৭.৬২ বোরের একটি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড রিভলবারের গুলি, ১৭ রাউন্ড শর্টগানের গুলি, ২টি ম্যাগজিন, ৬৩ বোতল ফেন্সিডিল, ১ বোতল হুইস্কি, ১ ক্যান রয়েল ডাজ বিয়ার, ১টি আর ওয়ান ব্রান্ডের মটর সাইকেল এবং নগদ সাড়ে ১১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।