চেকপোস্টে যাত্রীর ব্যাগে মিলল ৫০ হাজার ডলার
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় পাসপোর্টধারী এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার ইউএস ডলার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা হয়েছে নুর ইসলামকে (৪০) নামের ওই যাত্রীকে।
শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় বিজিবি। আটক নুর ইসলাম মুন্সীগঞ্জের মাঠপাড়া গ্রামের মৃত আলাউদ্দীনের ছেলে।
বিজিবি জানায়, জেলার দর্শনা আইসিপি চেকপোস্ট দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ মালামাল পারাপার হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে বিজিবি যাত্রীদের ব্যাগ তল্লাশি করে আসছিল। চেকপোস্ট পার হওয়ার সময় ভারত থেকে আসা বাংলাদেশি নাগরিক নুর ইসলামের ব্যাগ তল্লাশি করা হয়। এ সময়, তার ব্যাগ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা পাঁচটি স্মার্ট ফোন জব্দ করা হয়। ব্যাগে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫০ হাজার ইউএস ডলারও উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান জানান, উদ্ধার হওয়া ৫০ হাজার ডলারের বাংলাদেশি মূল্য ৪২ লাখ ১১ হাজার টাকার মতো। আর জব্দকৃত মোবাইল ফোনের মুল্য এক লাখ নয় হাজার টাকা।
তিনি আরও জানান, আটক নুর ইসলামকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মালামাল ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।