ফেনীর ঘটনায় ৪ নারীসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসারত অবস্থায় রয়েছেন ওই ছাত্রী, ছবি: সংগৃহীত

ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসারত অবস্থায় রয়েছেন ওই ছাত্রী, ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে মাদরাসা ছাত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় ৪ নারীসহ অজ্ঞাত সহযোগীদের বিরুদ্ধে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) বিকেল সোনাগাজী মডেল থানায় মামলাটি করেন ভিকটিমের বড় ভাই মাহমুদুল হাসান। সোনাগাজী মডেল থানার ওসি মোজাম্মেল হোসেন বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হোসেন বলেন, 'হত্যা চেষ্টা মামলায় মুখোশধারী চারজন মহিলা এবং তাদের সহযোগীদের আসামি করা হয়েছে। মামলা নাম্বার ১০।'

উল্লেখ্য, শনিবার (৬ এপ্রিল) সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় যান ওই ছাত্রী। মাদরাসার এক ছাত্রী তার বান্ধবী নিশাতকে ছাদের উপর কেউ মারধর করছে- এমন সংবাদ দিলে রাফি ওই বিল্ডিংয়ের চার তলায় যান।

বিজ্ঞাপন

সেখানে মুখোশ পরা চার-পাঁচ জন ছাত্রী তাকে অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। নুসরাত অস্বীকৃতি জানালে তারা তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে তাকে ফেনী থেকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।