৫ দিন বন্ধের কবলে আখাউড়া স্থলবন্দর

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

৫ দিনের বন্ধের কবলে আখাউড়া স্থলবন্দর। ছবি: বার্তা২৪.কম

৫ দিনের বন্ধের কবলে আখাউড়া স্থলবন্দর। ছবি: বার্তা২৪.কম

ভারতে অনুষ্ঠিতব্য লোকসভা নির্বাচন ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা ৫ দিন বন্ধের কবলে পড়ছে দেশের অন্যতম রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দর।

বুধবার (১০ এপ্রিল) সকালে এ বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

শফিকুল ইসলাম জানান, আগামী ১১ এপ্রিল (বৃহস্পতিবার) ভারতের লোকসভা নির্বাচন, ১২ এপ্রিল (শুক্রবার) সাপ্তাহিক ছুটি, ১৩ এপ্রিল (শনিবার) বন্দর খোলা থাকলেও এ সময় রপ্তানি বন্ধ থাকবে এবং ১৪ এপ্রিল (রোববার) বাংলাদেশে পহেলা বৈশাখ ও ১৫ এপ্রিল (সোমবার) ভারতে পহেলা বৈশাখ পালন উপলক্ষে বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৬ এপ্রিল (মঙ্গলবার) সকাল থেকে আখাউড়া স্থলবন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকবে।

তিনি আরও জানান, ৫ দিন বন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এ সময় বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বিজ্ঞাপন