নুসরাতের অপেক্ষায় সোনাগাজী
সোনাগাজীতে গত কয়েকদিন ঝড়-বৃষ্টি হলেও আজকের রোদের প্রখরতা অনেক বেশি। কিন্তু এখানকার পথে ঘাটে মানুষের মনে থমথমে অবস্থা বিরাজ করছে। তারপরেও সবকিছু উপেক্ষা করে নুসরাতের লাশের জন্য অপেক্ষা করছে এলাকাবাসী ও আত্মীয়-স্বজনরা।
সোনাগাজী বাজার থেকে নুসরাতের বাড়ি প্রায় দুই কিলোমিটার দূরত্ব হলেও পৌরসভার এই বাজারেই নুসরাতকে এক পলক দেখার জন্য অপেক্ষা করছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢামেক থেকে নুসরাতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। এরপর নুসরাতের লাশ বহন করে একটি অ্যাম্বুলেন্স তার নিজ এলাকা সোনাগাজীর উত্তর চর চান্দিয়া উদ্দেশে রওয়ানা দেয়।
এরপর থেকেই ধীরে ধীরে এলাকাবাসী স্থানীয় বাজার ও তার বাড়িতে ভিড় জমায়।
সরেজমিনে দেখা যায়, পৌরসভার এই বাজারের রাস্তার দুই পাশে নুসরাতের অপেক্ষারত রয়েছে। নুসরাতের লাশ আসাকে কেন্দ্র করে সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। তার বাড়িতেও আশপাশের এলাকা থেকে আসা মানুষরা ভিড় করেছে।
ফেনী-সোনাগাজীর রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা লক্ষ্য করা যায়।
রাস্তায় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ জানান, একবার তাকে দেখার জন্যই দাঁড়িয়ে আছি। তার মতো এরকম নৃশংস হত্যাকাণ্ডের শিকার যেন আর কেউ না হয়।
এদিকে, বিকেল সাড়ে পাঁচটায় নিজ বাড়ির কবরস্থানে দাদির পাশে নুসরাতের লাশ দাফনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।