রাজবাড়ীর ৪ উপজেলায় নির্বাচিতদের শপথ সোমবার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, রাজবাড়ী, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য রাজবাড়ীর চারটি উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হবে সোমবার (১৫ এপ্রিল)।

বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা প্রশাসক মো. শওকত আলী। তিনি জানান, সোমবার বেলা ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। বালিয়াকান্দি, পাংশা, গোয়ালন্দ ও সদর উপজেলার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম তাদের শপথ বাক্য পাঠ করাবেন।

বিজ্ঞাপন

রাজবাড়ীর চারটি উপজেলার যারা শপথ গ্রহণ করবেন তারা হলেন

বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ (আওয়ামী লীগ মনোনীত) তৃতীয়বারের মতো, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম।

বিজ্ঞাপন

পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ (স্বতন্ত্র), ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম।

গোয়ালন্দের চেয়ারম্যান এবিএম নূরুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ভাইস নার্গিস পারভীন।

সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস (স্বতন্ত্র) চতুর্থবারের মতো , ভাইস চেয়ারম্যান মো. রকিবুল হাসান পিয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।

উল্লেখ্য, রাজবাড়ী জেলা ছাড়াও সোমবার গাজীপুরের কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ এবং শরীয়তপুর জেলার শরীয়তপুর সদর, জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার নবনির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ গ্রহণ করবেন।